শনিবার ১৯ এপ্রিল ২০২৫ - ১১:৫৩
পবিত্র কুরআনের সাথে সম্পর্ক স্থাপনের জন্য কেবল তেলাওয়াত নয়, বরং এর আমল প্রয়োজন

মালদ্বীপের রাষ্ট্রপতির স্ত্রী মিসেস সাজিদা মুহাম্মদ বলেছেন, কুরআন মাজিদের তিলাওয়াত যেমন তাজবিদের নিয়ম মেনে গুরুত্বপূর্ণ, তেমনি এর শিক্ষাগুলোও সমানভাবে আমল করা উচিত। আর কুরআনের মাজিদের সাথে গভীর সম্পর্ক তিলাওয়াতের পাশাপাশি এর উপর আমল করার মাধ্যমেই গড়ে উঠে।

হাওজা নিউজ এজেন্সি: মালদ্বীপের রাষ্ট্রপতির স্ত্রী মিসেস সাজিদা মুহাম্মদ দেশটির তাজউদ্দীন স্কুলে অনুষ্ঠিত “ঈগল সোসাইটি- ১৪৪৬” প্রথম কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ভাষণ দেন। এ সময় তিনি সকলকে কুরআন মাজিদের পথনির্দেশনা অনুযায়ী জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্দর ও উৎকর্ষের পথে চলার আহ্বান জানান। 

তিনি উল্লেখ করেন, এমন আচরণ জীবনযাপনে শুধু ব্যক্তির জীবনই নয়, বরং সমগ্র জাতির জীবনেই ইতিবাচক পরিবর্তন আনে। 

মালদ্বীপের রাষ্ট্রপতির স্ত্রী আরও বলেন, কুরআন তিলাওয়াতের প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়াকে একটি আশাব্যঞ্জক উন্নতি হিসেবে দেখেছেন। 

এই মালদ্বীপীয় নারী জোর দিয়ে বলেন, মালদ্বীপের শিশু ও জাতি কুরআন মাজিদের শিক্ষা দ্বারা পরিচালিত ও নিরাপদ হয়। 

অনুষ্ঠানে তিনি সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য সকলের প্রচেষ্টাকে ধন্যবাদ জানান এবং সমাজের কল্যাণে প্রত্যেকের দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন। 

গত রমজান মাসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে তাজউদ্দীন স্কুলের শিক্ষার্থীসহ অনেক প্রতিযোগী কুরআন তিলাওয়াত বিভাগে অংশগ্রহণ করে। 

অনুষ্ঠানে মিসেস সাজিদা মুহাম্মদ প্রতিযোগিতায় প্রথম থেকে তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন। 

প্রতিযোগিতা আয়োজকদের পক্ষ থেকে একটি প্রতিবেদনে সরকারের সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয়। এছাড়া আগামীতে তিলাওয়াত ও হিফজ বিভাগে আরও বড় পরিসরে কুরআন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা ঘোষণা করা হয়। 

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha